সিধুলী উপ-স্বাস্থ্য কেন্দ্র
শ্যামগঞ্জ কালিবাড়ী,
মাদারগঞ্জ, জামালপুর।
কর্মকর্তার নামঃ ডাঃ এ,কে,এম, হাফিজুর রহমান
উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার
কর্মচারীদের নামঃ
১। মোঃ মাসুদ রানা, ফার্সাসিষ্ট
২। মোঃ জিয়াউল হক, এম,এল,এস,এস
যে সকল সেবা প্রদান করা হয়ঃ-
প্রতিদিন আগত রোগীদের বর্ণনা শুনে রোগ নিণয় পূর্বক চিকিৎসা প্রদান করা হয়। যেমনঃ সর্দি জ্বর, আমাশয়, গ্যাসষ্টিক, শারীরিক দুর্বলতা, পাতলা পায়খানা, খোশ পাচড়া, নিমুনিয়া, আঘাত জনিত কাটাছেরা প্রাথমিক চিকিৎসা এবং গর্ববর্তী মায়েদের চেক আপ সেই সাথে প্রস্রবোত্তর মায়েদের নানা বিষয়ে চিকিৎসা ও পরামর্শ প্রদান। যক্ষ্মা রোগের মাইক্রোসকোপিট পরীক্ষার দ্বারা রোগ নির্ণয় পূর্বক পুনাঙ্গ চিকিৎসা প্রদান করা হয়।
যক্ষ্মা ও কুষ্ঠ ক্লিনিকঃ
শ্যামগঞ্জ কালিবাড়ী,
মাদারগঞ্জ, জামালপুর।
মোঃ আঃ ওয়াদুদ
যক্ষ্মা ও কুষ্ঠ সহকারী
যক্ষ্মা ও কুষ্ঠরোগীদের পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসা ও সেবা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস