Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে সিধুলী

ক)ইউনিয়নের নাম –  ৭নং সিধুলীইউনিয়ন পরিষদ।
খ) আয়তন –        ১৮.০০বর্গ কিঃ মিঃ(প্রায়)।
গ) লোকসংখ্যা –২৩,২৬৫ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)।
ঘ) গ্রামের সংখ্যা –    ২০টি।
ঙ) মৌজার সংখ্যা–  ২৩টি।
চ) হাট/বাজার সংখ্যা -০১টি।
ছ) ইউনিয়ন ভুমি অফিস-০১টি।
জ) কমিউনিটি ক্লিনিক-  ০৩টি।
ঝ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-১টি।
ঞ) যোগাযোগ ব্যবস্থা–জেলা সদর থেকে প্রায় ২৫ কি:মি: এবং উপজেলা শহর থেকে প্রায় ১৮ কি:মি: দূরত্ব। জেলা সদর থেকে এবং উপজেলা শহর থেকে   পাকা রাস্তা এবং সিএনজি, মোটরসাইকেল ইত্যাদি যোগে অত্র ইউনিয়নে আসা যায়।
ট) শিক্ষার হার –   ৩৮% (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)।
ঠ) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা-        ১। সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৭টি,  , ৪। উচ্চ বিদ্যালয়- ২টি,  ৫। মাদ্রাসা- ২টি(দাখিল)
ড) দায়িত্বরত চেয়ারম্যান –        জনাব মো: সিরাজুল ইসলাম ভূইয়া
ঢ) ইউপি ভবন স্থাপন কাল –      ১৯১৩ ইং।     
ণ) গ্রাম সমূহের নাম : মোট গ্রামের সংখ্যা = ২০টি
১। বয়ড়া
২। ভাটিয়ানী
৩। বিনজাইল রামপুর
৪। লোটাবর
৫।  মদনগোপাল
৬। চর নান্দিনা
৭। ঘোনা মদনগোপাল

৮। হাটবাড়ী
৯। কাজিয়াবাড়ী
১০। কুলুপাড়া
১১। মামুদপুর
১২। মুজাটা
১৩। নোয়াপাড়া
১৪। পারপাড়া ভাটিয়ান
১৫। রামপুর
১৬। রায়ের ছড়া

১৭।  সদরাবাড়ী
১৮। সিধুলী
১৯। সোনাপাতাল
২০। তেলিপাড়া